বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি সপ্তাহ উদযাপন

Passenger Voice    |    ০৩:৩৯ পিএম, ২০২৩-১১-১৫


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি সপ্তাহ উদযাপন

যাত্রীদের এবং বিমানের সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাত্রী সচেতনতা বৃদ্ধি, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, বিমানের সম্পদ ও স্থাপনার সুরক্ষা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক ‘বিমান নিরাপত্তা সপ্তাহ-২০২৩’ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে বিমান নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে ১৪ থেকে ১৬ নভেম্বর বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিমান নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উদযাপনের শুভ সূচনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বিমান সিকিউরিটির আধুনিকায়নে নতুন ড্রেসকোড প্রণয়ন করা হয়েছে এবং বিমান সিকিউরিটির নতুন লোগো উন্মোচন করা হয়েছে। এ ছাড়াও দেশব্যাপী বিমানের স্থাপনাসমূহসহ দৃশ্যমান বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে এবং সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হচ্ছে।

প্যা/ভ/ম